দুই সিটিতেই মশার ওষুধের মজুত প্রায় শেষ

ঢাকার উভয় সিটিতেই মশা মারার ওষুধের সঙ্কট শুরু হয়েছে। উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মশা মারার ওষুধের মজুত সামান্য। আর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওষুধ রয়েছে মাত্র ২০ হাজার লিটার বা তার চেয়েও কম। এমন তথ্যই জানা গেছে ভান্ডার (স্টোর) বিভাগ থেকে।

জানা গেছে, প্রতিদিন একটি ফগার মেশিনে পাঁচ লিটার করে ওষুধ ছিটানো হয়। একটি ওয়ার্ডে প্রতিদিন পাঁচটি ফগার মেশিন ব্যবহৃত হয়।

সূত্র জানায়, খাল বা ঝিল ছাড়াও নগরের বিভিন্ন নর্দমায় মশা ডিম পাড়ে। আর নর্দমাগুলো ঢাকনা দিয়ে আবদ্ধ থাকায় ভেতরের মশার ডিম ধ্বংস করা কঠিন। গরমে প্রতিদিন ওষুধ ছিটানো না হলে মশার উপদ্রব বাড়বে।

এ বিষয়ে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন গণমাধ্যমকে জানান, অনেক ওষুধ ছিটানো হয়েছে। এখন ২০ হাজার লিটারের মতো ওষুধ মজুত আছে। বৃষ্টির কারণে মশা কমে যায়। এখন কমে যাবে।

ডিএনসিসির প্রধান ভান্ডার কর্মকর্তা আবদুস সামাদ বলেন, ডিএনসিসির সর্বশেষ কেনা ওষুধের মজুত প্রায় শেষ। আবার কিনতে হবে।



মন্তব্য চালু নেই