দুই মন্ত্রীর ব্যাখ্যা গ্রহণ করেননি আদালত, ফের তলব

প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের আদালত অবমাননাকর বক্তব্যের ব্যাখ্যা গ্রহণ করেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৭ মার্চ দিন ধার্য করা হয়েছে।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুই মন্ত্রীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক ও অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।

এর আগে আদালত অবমাননাকর বিষয়ে নিজেদের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য রোববার সকালে সুপ্রিম কোর্টে উপস্থিত হন দুই মন্ত্রী।

উল্লেখ্য, দুই মন্ত্রী তাদের বক্তব্যের জন্য আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আপিল বিভাগে আবেদন করেছিলেন।



মন্তব্য চালু নেই