‘দুই মন্ত্রীর গাড়িতে দেশের মানুষ পতাকা দেখতে চায় না’

আপিল বিভাগ দুই মন্ত্রীকে শপথ ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। সর্বোচ্চ আদালতে এ সিদ্ধান্তের পর নৈতিকতার দিক বিবেচনা করে দুই মন্ত্রীর উচিত এই মুহূর্তে পদত্যাগ করা উচিৎ।

রোববার সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘তাদের গাড়িতে দেশের মানুষ আর জাতীয় পতাকা দেখতে চায় না।’

মাহবুব হোসেন আরো বলেন, ‘এই দুই মন্ত্রী যদি পদত্যাগ না করেন, তাহলে প্রধানমন্ত্রীর উচিত তাদের বরখাস্ত করা।’

তিনি বলেন, ‘এই দুই মন্ত্রী প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি ও আদালতকে নিয়ে জঘন্য ভাষায় কটাক্ষ করেছেন। তাদের মন্ত্রী পদে বহাল থাকা মোটেও উচিত নয়।’

প্রসঙ্গত, আজ রোববার (২৭ মার্চ) আদালত অবমাননায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নিঃশর্ত আবেদন খারিজ করে দিয়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও কিডনি হাসপাতালে জমা দিতে বলেছেন আদালত। জমা না দিলে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এই দুই মন্ত্রীকে।

শুনানি শেষে এ আদেশ দেন প্রধান বিচারপতি এসকে সিনহা। এসময় দুই মন্ত্রীও আদালতে উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই