দুই বিচারক হত্যা: জঙ্গি নেতা আরিফের ফাঁসি কার্যকর

দুই বিচারক হত্যা মামলায় জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফের (৪৫) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খুলনা জেলে রোববার রাত ১০টা ৩১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়।

এর আগে, রোববার দুপুর দেড়টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আরিফের পরিবারের ১৮ জন সদস্য খুলনা কারাগারে তার সঙ্গে শেষ সাক্ষাৎ করেন।

আসাদুল ইসলাম আরিফ বরগুনা জেলা সদরের বান্দরগাছিয়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করে জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা। ২০০৬ সালের ২৯ মে মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ ৭ জনের ফাঁসির আদেশ দেন। মামলায় সাজাপ্রাপ্ত ৬ জনের ফাঁসি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

আরিফ পলাতক থাকায় তার ফাঁসি কার্যকরে বিলম্ব হয়। পরে ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে আটক ছিলেন আরিফ।



মন্তব্য চালু নেই