দুই পা না থাকার পরও তিনি দৌঁড়ে বিশ্ব চ্যাম্পিয়ন

অস্কার লিওনার্দ কার্ল পিস্টোরিয়াসঃ জন্ম: ২২ নভেম্বর, ১৯৮৬। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী বিখ্যাত দৌড়বিদ। তার দুই পা নেই; ফলে তিনি টি৪৩ শ্রেণীভূক্ত হওয়া স্বত্ত্বেও টি৪৪ শ্রেণীভূক্ত দলের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি টি৪৪ শ্রেণীর প্রতিযোগিতায় ২০০ মিটার ও ৪০০ মিটার দৌঁড় বিষয়ে বিশ্বরেকর্ডের অধিকারী। এছাড়াও, যুগ্মভাবে টি৪৩ শ্রেণীর ১০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ডেও ভাগ বসিয়েছেন।

শারিরীক প্রতিবন্ধকতা মানুষের সাফল্যের পথে অন্তরায় হতে পারে না, এর চেয়ে ভাল উদাহরন আর কি হতে পারে ? আমাদের দেশে পা না থাকলে খোঁড়া, কানে না শুনলে কালা, কথা না বললে বোবা, চোখে না দেখলে অন্ধ বলতে বলতে মানুষ প্রতিবন্ধীদের জীবনটাকেই বিষিয়ে তোলে, তাদের সব সম্বাবনা শেষ করে দেয় । অথচ তাদেরকে প্রকৃত উৎসাহ দিতে পারলে, ভিন্ন কোন ভাবে কিছুর প্রশিক্ষন দিতে পারলে তারাও হতে পারে সফল।

ছবিঃ দক্ষিণ কোরিয়ার দেইগুতে ২০১১ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে পিস্টোরিয়াস



মন্তব্য চালু নেই