দুই নেইমারের সেলফি!

বার্সেলোনার অনুশীলন মাঠে নিজের মোমের মূর্তির সঙ্গে ক্যামেরাবন্দি হলেন নেইমার। মাদাম তুসো জাদুঘরের জন্য তৈরি মূর্তিটি এখনও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি।

প্রথম দেখায় ব্রাজিলের এই ফরোয়ার্ডের অনুভূতি, এটা যেন তার যমজ ভাই। বার্সেলোনায় বিশেষ অনুষ্ঠানে নিজের মূর্তিটি দেখেন নেইমার। মূর্তিটির সঙ্গে বিভিন্ন কায়দায় ছবি তোলেন তিনি। কখনও তার মুখে হাসি; কখনও তিনি মূর্তির মতো করেই গোল উদযাপন করলেন। সেই মূর্তির সঙ্গে সেলফিও তুলেছেন ব্রাজিল অধিনায়ক।

নিজের মূর্তির সামনে দাঁড়ানোর অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার বলেন, আমি আমার যমজ ভাইয়ের দিকে তাকিয়ে আছি। আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত মাদাম তুসোর দুর্দান্ত এক দল মোমে ধরে রাখায় আমি সত্যিই সম্মানিত বোধ করছি। নেইমারের এই মূর্তির পাকাপাকি জায়গা হবে ওরল্যান্ডোর মাদাম তুসো জাদুঘরে।

মূর্তিটি তৈরি জন্য বার্সেলোনায় মাদাম তুসোর শিল্পীরা নেইমারের শরীরের বিভিন্ন মাপ নেন। মূর্তিটির দেহভঙ্গি কি হবে, সেটাও ঠিক করেন নেইমার। অনেক বেছে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গোল উদযাপনের একটি মুহূর্ত ঠিক করেন তিনি। জাতীয় দলের জার্সিটিও দেন নেইমার। গোল.কম।



মন্তব্য চালু নেই