দুই ডেপুটি গভর্নরকেও সরিয়ে দিলো সরকার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার ঘটনায় গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নরকে সরিয়ে দিয়েছে সরকার। দুই ডেপুটি গভর্নর হলেন আবুল কাশেম এবং নাজনীন সুলতানা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক প্রাক বাজেট আলোচনায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

ক্ষুব্ধ মুহিত বলেন, বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই দুই পদে শিগগিরই নতুন নিয়োগ দেওয়া হবে।

এই দুজন বাদ পড়ায় এখন ডেপুটি গভর্নর পদে আছেন আবু হেনা মো. রাজী হাসান ও এস কে সুর চৌধুরী। সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

আবুল কাশেমের চাকরির বাড়তি মেয়াদও আগামী আগাস্টে শেষ হওয়ার কথা।

বাংলাদেশের প্রথম নারী ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার চাকরির মেয়াদ সম্প্রতি শেষ হওয়ার পর তা চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। নাজনীন সুলতানা সরাসরি আইটি বিভাগটি দেখতেন।



মন্তব্য চালু নেই