দুই টন মাদকসহ লেবাননে আটক সৌদি যুবরাজ

প্রাইভেট বিমানে দুই টন মাদকসহ পাঁচ সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে লিবিয় নিরাপত্তাবাহিনী। দেশটির রাজধানী বৈরুতের রফিক হারিরি বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আরব নিউজ। তবে গ্রেপ্তার এই পাঁচজনের মধ্যে একজন সৌদি যুবরাজ রয়েছেন বলে এএফপির বরাতে নিশ্চিত করেছে দি এক্সপ্রেস ট্রিবিউন।

আব্দুল মুহসেন বিন ওয়ালিদ বিন আব্দুল আজিজ আল সৌদ নামের ওই যুবরাজসহ অপর চারজনকে সোমবার আটক করা হয়। নিজস্ব বিমানটি লেবানন থেকে সৌদিতে ফেরার কথা ছিলো।

লেবাননের টিভি স্টেশন আল মায়েদানের বরাতে আর্ন্তজাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই বিমান থেকে মাদক ভর্তি ৪০টি স্যুটকেস জব্দ করা হয়।তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে লিবিয় নিরাপত্তা বাহিনী।

প্রসঙ্গত, সৌদি যুবরাজদের বিরুদ্ধে বিভিন্ন দেশে এ ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। গেল মাসে লস এঞ্জেল্সএ এক নারীকে ওরাল সেক্সে বাধ্য করার অভিযোগ আটক করা হয়েছিলো। যদিও প্রমাণের অভাবে কর্তৃপক্ষ এ অভিযোগ নিয়ে আর সামনে এগোয়নি।

২০১৩ সালে ওই লস লস এঞ্জেল্সএ’ই এক কেনিয়ান নারীকে জোর করে গৃহকর্মে নিয়োজিত করার অভিযোগ থেকে রেহাই পান আরেক যুবরাজ।



মন্তব্য চালু নেই