দীপন হত্যাকাণ্ড : ৬ দিনের রিমান্ডে শামীম

জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার শামীম ওরফে সমীর ওরফে সিফাতকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার তাকে সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গী থেকে দীপন হত্যাকাণ্ডের প্রধান ও পুরস্কার ঘোষিত আসামি মইনুল হাসান শামীমকে (সাংগঠনিক নাম সিফাত, সামির, ইমরান) গ্রেফতার করে পুলিশ।

পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, শামীম দীপন হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। সে হত্যাকাণ্ডের আগে ঘটনাস্থলে গিয়ে রেকি করেছে। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে আরো পাঁচজন উপস্থিত ছিল। এক মাস আগে থেকে তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম মেজর জিয়াকে ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে বলেছে।

উল্লেখ্য, ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফেনীর ফুলগাজী থেকে মুফতি জাহিদ হাসান মারুফ নামে আরেকজনকে আটক করা হয়েছিল।



মন্তব্য চালু নেই