দীঘিনালায় কমিউনিটি পুলিশ ফোরাম সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সমন্বয় সভা

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নে শনিবার কমিউনিটি পুলিশিং ফোরামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান বিশ্বকল্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান।

সমাবেশের শুরুতে উম্মুক্ত আলোচনায় স্থানীয়রা অংশ নেন। স্থানীয়দের বক্তব্যে উম্মুক্ত আলোচনায় এলাকায় মাদক বিক্রির পয়েন্ট তোলে ধরে এসব প্রতিরোধে পুলিশের সার্বিক সহযোগীতা চাওয়া হয়।

এছাড়াও এলাকার বর্তমান সার্বিক পরিস্থিতি তোলে ধরে পুলিশের আচরণ নিয়েও খোলামেলা আলোচনা করেন স্থানীয়রা। সার্বিক চিত্র তোলে ধরে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, রওশন আলি মেম্বার, শফি মেম্বার, জামাল হোসেন প্রমূখ।

অতিরিক্ত পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, মাদক, বাল্য বিবাহ নারী নির্যাতন বন্ধে কমিউনিটি পুলিশের ভূমিকা সবার আগে। শুধু পুলিশের ওপড় কার্যক্রমের অপেক্ষায় না থেকে স্থানীয় পুলিশিং কমিটি ভূমিকা রাখলে এসব দ্রুত বন্ধ করা সম্ভভ হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দৈনিক প্রথম আলোর দীঘনালা প্রতিনিধি পলাশ বড়ুয়া। এছাড়া এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিল, দীঘিনালা থানার তদন্ত কর্মকর্তা মো. ইসলাফিল মজুমদার, এস আই এতেশামুল হক, এস আই মাসুদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।



মন্তব্য চালু নেই