দিল্লিতে হামলার পাঁয়তারা করছে লস্কর

ভারতের রাজধানী দিল্লিতে আত্মঘাতী হামলা চালানোর পাঁয়তারা করছে জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা। ইতিমধ্যে তাদের দুই জঙ্গি নেতা শহরে প্রবেশ করেছে। তাদের ওই চক্রান্তের বিরুদ্ধে তৎপর হয়ে ওঠেছে দিল্লি পুলিস।

এনডিটিভি জানিয়েছে, এ নিয়ে গত ১ ডিসেম্বর এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের সন্ত্রাস বিরোধী সেল। পুলিশ বলছে, দিল্লির জনবহুল এলাকাগুলোতে হামলা করা ছাড়াও রাজধানীর বিশিষ্ট কিছু ব্যক্তিকে হত্যা করতে পারে লস্কর।

পুলিশের ধারণা, দিল্লিতে হামলার আয়োজন করতে ইতিমধ্যে দুজানা এবং উকাশা নামে লস্করের দুই জঙ্গি পাকিস্তান থেকে দিল্লিতে অনুপ্রবেশ করেছে। তারা দিল্লিতে হামলার উপায় এবং কারিগরি ও কৌশলগত সুবিধা–অসুবিধা নিয়ে খোঁজখবর করতে শুরু করেছে। এর আগে এরা সক্রিয় ছিল জম্মু–কাশ্মীরে।

ভারতে সক্রিয় তিন জঙ্গি নুমান, জাইদি এবং খুরশিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে লস্কর জঙ্গিরা। তাদের ধরতে সমগ্র উত্তর ভারত জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।



মন্তব্য চালু নেই