দিল্লিকে ১৫৮ রানের লক্ষ্য দিল বেঙ্গালুরু

নিজেদের মাঠে বড় স্কোর গড়তে ব্যর্থ হলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস জিতে ব্যাট করতে নেমে কেদার যাদবের ৬৯ রান সত্ত্বেও ৬ উইকেট হারিয়ে দিল্লি ডেয়ার ডেভিলসের সামনে মাত্র ১৫৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি আর বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স নেই ইনজুরির কারণে। তবুও প্রত্যাশা ক্রিস গেইল যদি ভালো কিছু করে দেখাতে পারেন; কিন্তু ৮ বল খেলে মাত্র ৬ রান করে আউট হয়ে যান গেইল। ওপেনার শেন ওয়াটসন ২৪ বল খেলে করেন ২৪ রান। মানদিপ সিং করেন ১০ বলে ১২ রান।

মিডল অর্ডারে কেদার যাদব শুধু কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন। ৩৭ বলে ৫টি করে চার এবং ছক্কায় খেলেন ৬৯ রানের ইনিংস। স্টুয়ার্ট বিনি ১৮ বল খেলে করেন ১৬ রান। বিষ্ণু বিনোদ ৫ বলে ৯ রান করে রান আউট হন, পবন নেগি ৮ বলে ১০ এবং ইকবাল আবদুল্লাহ ৫ রান করে।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সংগ্রহ করে ১৫৭ রান। ক্রিস মরিন ২১ রানে ৩টি, জহির খান ৩১ বলে ২টি এবং প্যাট কামিন্স ও শাহবাজ নাদিম নেন ১টি করে উইকেট।



মন্তব্য চালু নেই