দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধি, জনজীবন কাহিল

গত তিন দিন ধরে দিনাজপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। উওর-পশ্চিমের হিমেল বাতাসের সংগে ঘন কুয়াশা ঢাকা পথঘাট। কনকনে ঠান্টায় সাধারন মানুষের জীবন যাএা কাহিল করে দিয়েছে।
নতুন বছরের শুরুতে প্রথম সপ্তাহের পর আরেক দফা তীব্র শীত শুরু হয়েছে। এবার শীত ঋতুর মাসের শুরুতে তেমন শীত দেখা না মিললেও মাঘ মাসের শীতের ত্রীবতা বেড়েছে।
শুক্রবার ও শনিবার দিনাজপুরের আকাশ কুয়াশা চাদরে ঢাকা আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও সৃর্যের দেখা মিলেছে না। সকল যানবাহন অনেক বেলা পযন্ত হেডলাইট জালিয়ে চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতের কারনে হাট-বাজার রাস্তা-ঘাটে মানুষ কম লক্ষ করা যাচ্ছে। এ দিকে তীব্র শীতের কারনে দিন মজুর শ্রমিকদের জীবন জীবিকা থমকে গেছে। তাছাড়া সরকারি ভাবে ছিন্নমুল মানুষের মাঝে শীতের কাপড় বিতরন পুরোপুরি ভাবে এখনো শুরু হয়নি।



মন্তব্য চালু নেই