দিনাজপুরে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে : দেশের সকল শিক্ষা বোর্ডের সাথে আজ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। এবার পাশের হার ৮৯.৫৯। গতবার এই হার ছিল ৮৫.৫০।

এবার অংশগ্রহন করেছিল ১ লক্ষ ৪৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী। পাশ করেছে ১ লক্ষ ৩৪ হাজার ০২১ জন। এর মধ্যে জিপিএ পেয়েছে ৮৮৯৯ জন।

আজ দুপুরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জল হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফলাফল ঘোষনা করেন। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে ছেলেরা ভাল ফলাফল করেছে। এবার বোর্ডের অধীনে মেয়ে পরীক্ষার্থী ছিল ৭২৩৭০ এবং ছেলে পরীক্ষার্থী ৭৭২২২ জন। মেয়েদের মধ্যে জিপিএ পেয়েছে ৩৯১৫ জন এবং ছেলেরা পেয়েছে ৪৯৮৪ জন।

দিনাজপুরে বোর্ডের অধীনে সবচেয়ে ভাল করেছে রংপুর জেলার স্কুলগুলি। রংপুর জেলার পাশের হার ৯২.২১। এর পর রয়েছে নীলফামারী জেলা ৯১.৯৯। সবচেয়ে নীচে রয়েছে দিনাজপুর জেলা ৮৬.১৬ %



মন্তব্য চালু নেই