দিনাজপুরে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ

মাহমুদুল হক মানিক, দিনাজপুর প্রতিনিধি: দেশের ভোটার যোগ্য কোন নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ। তিনি বলেন, সীমান্তের প্রত্যন্ত এলকার নাগরীকদের ওইসব এলাকার ইউপি চেয়ারম্যানদের পরিচয় পত্র মোতাবেক ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হবে। এবিষয়ে তিনি বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহীনির সদস্যদের সহযোগীতা কামনা করেন। মঙ্গলবার বেলা ১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হলনাগাদ কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল ছাড়াও সকল ইউনিয়নের চেয়ারম্যানরাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে,১২টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা হলরুমে ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কমিশনার আজাহার আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনার মোঃ আবু হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা নির্বাচন কমিশনার নুরুজ্জামান তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস ছাত্তার মিলন, অবসর প্রাপ্ত পুলিশ সুপার বরজাহান মিয়া, থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস, উপজেলা আ’লীগের সভাপতি মোফাজ্জল হোসেন প্রমূখ। নির্বাচন কমিশনার মোঃ আবু হাফিজ নির্বাচনী ভোটর তালিকা তৈরীর বিভিন্ন ভেনু পরিদর্শন করেন। তিনি এ সময় নতুন ভোটারদের সঙ্গে কথা বলেন।



মন্তব্য চালু নেই