দিনাজপুরে পথে বাসের চাপায় পিষ্ট হয়ে দু’যুবক নিহত

হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে যাত্রী বিআরটিসি বাসের চাপায় পিষ্ট হয়ে দিনাজপুরে দু’যুবক নিহত হয়েছে। তারা এসময় মোটর সাইকেল চেপে হাসপাতালে যাচ্ছিলেন।

এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে,আজ রোববার সন্ধে পৌনে ৬টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহা-সড়কের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল মোড় নামক এলাকায়।

এ ঘটনার প্র্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-ঠাকুরগাঁও মহা-সড়ক অবরোধ করে রাখে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে প্রায় মহা-সড়ক থেকে অবরোধ তুলে নেয় জনতা।

নিহতরা হলেন, পঞ্চগড় শহরের মঈনুল হোসেনের ছেলে জামাল হোসেন (৩২) ও শহিদুল ইসলামের ছেলে মো. সাদি (৩০)।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকেলে দু’টি মোটরসাইকেলযোগে ৪ জন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে রোগী দেখতে যাচ্ছিলেন।

পৌনে ৬টার দিকে তারা বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল মোড় নামক স্থানে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো-চ-৮৪২৫) মোটরসাইকেলে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।



মন্তব্য চালু নেই