দিনাজপুরে উত্তরবঙ্গের সর্ববৃহৎ ঈদের জামায়াত অনুষ্ঠিত

দিনাজপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর ।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উত্তরবঙ্গের সর্ববৃহৎ ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামায়াতে ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাসেমী। এই জামায়াতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি ইনায়েতুর রহিম,জেলা প্রশাসক আহমদ মীর খায়রুল আলমসহ বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজের সর্বস্তরের মুসল্লী অংশ গ্রহণ করেন। এই জামায়াতে প্রায় ৭০ হাজার মুসল্লী অংশ নেয়।

উত্তরবঙ্গের সর্ববৃহৎ জামায়াত হওয়ায় এখানে দিনাজপুরের আশ-পাশের বিভিন্ন জেলার এবং দুর-দুরান্ত থেকে মুসল্লীরা এই জামায়াতে অংশ নিতে আসেন। এই জামায়াতে প্রায় ৭০ হাজার মুসল্লী অংশ নেন বলে জানিয়েছে আয়োজকরা।

এদিকে ষ্টেশন রোডস্থ আহলে হাদিস মসজিদে আহলে হাদিসের প্রধান জামায়াত অনুষ্টিত হয়। এছাড়াও দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে এবং প্রতিটি উপজেলায় অনুষ্ঠিত হয় ঈদের জামায়াত।



মন্তব্য চালু নেই