দিনাজপুরের বিরামপুরে পিস্তল, ম্যাগজিন, গুলিসহ আটক-৩

দিনাজপুরের বিরামপুরে ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। সোমবার রাত ৯টার দিকে বিজুল বাজার এলাকা থেকে এগুলো উদ্ধার হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার এএসআই এইচ এম এরশাদ ও দিনাজপুর ডিবির এসআই বজলুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল বিজুল বাজার এলাকায় অবস্থান নেয়।
অভিযানে অস্ত্র বিক্রেতা দিনাজপুরের হাকিমপুর চুড়িপটি এলাকার মকবুল হোসেনের ছেলে মনজুর আলম (৩৫) কে আটক করে মোটর সাইকেল সহ ২ টি পিস্তল, ১২ রাউন্ড গুলি উদ্ধার করে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলামের নেতৃত্বে জিজ্ঞাসাবাদে আটক মনজুর আলমের তথ্যের ভিত্তিতে অস্ত্রের ক্রেতা নওগা জেলার আত্রাই থানার শিবপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আশরাফ আলী ও নওগা জেলার রানীনগর থানার এনায়েতপুর গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে মিলন (২০) কে আটক করে। খবর পেয়ে ফুলবাড়ী সার্কেলের এএসপি সুশান্ত সরকার উপস্থিত হয়ে নজরদারী করেন।
এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা জানতে বর্তমানে গোপনীয়তার মধ্যে এ.এস.পি সুশান্ত সরকারের নেতৃত্বে আসামীদের জিজ্ঞাসাবাদ হয়।



মন্তব্য চালু নেই