প্রতিবন্ধি বিদ্যালয় না থাকায়

দিনাজপুরের নবাবগঞ্জে ষাটউর্দ্ধ কফিল প্রতিবন্ধি পুত্র নিয়ে ভিক্ষা করছে

প্রতিবন্ধি বিদ্যালয় না থাকায় দিনাজপুরের নবাবগঞ্জে হতদরিদ্র পরিবারের অভিভাবক জগন্নাথপুর গ্রামের কফিল উদ্দিন জানান, নবাবগঞ্জসহ বাকি ৩ উপজেলায় প্রতিবন্ধি বিদ্যালয় না থাকায় তার ষোল বছর বয়সী রেজভী বাকশক্তি প্রতিবন্ধি কে নিয়ে উপজেলার সদরসহ গ্রাম গঞ্জে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে জীবন জীবিকা নির্বাহের জন্য এখন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা বৃত্তির পেশা বেঁছে নিয়েছে।

সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য অনেক কর্মসুচী গ্রহন করলেও দিনাজপুরের নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট চার উপজেলায় সরকারি বা বে-সরকারি উদ্দোগে গ্রহন করা হয়নি প্রতিবন্ধি বিদ্যালয় প্রতিষ্ঠার।

৪উপজেলার ৫শতাধিক প্রতিবন্ধিরা লেখাপড়া না করে বিভিন্ন হোটেল রেস্তরাঁয় কৃষি কাজে, ওয়েলডিং কারখানায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছে। কফিল উদ্দিন সহ আরো অন্যান্য প্রতিবন্ধি অভিভাবকেরা দাবী করে জানান অচিরেই যেন প্রতিবন্ধি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।



মন্তব্য চালু নেই