দিনদুপুরে মোটরসাইকেল চুরি, সিসি ক্যামেরায় ছবি

রাজধানীর নবাব আব্দুল গনি রোডে গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) কার্যালয়ের সামনে গত সোমবার মোটরসাইকেল রেখে প্রয়োজনীয় কাজ করতে যান অলিপ কুমার বিশ্বাস। পৌনে একঘণ্টা পর এসে দেখেন তার মোটরসাইকেল নেই।

দিনদুপুরে চোরচক্রের দুই সদস্য অলিপ কুমারের মোটরসাইকেল চুরি করে সটকে পড়ে। যার ভিডিও ফুটেজ সচিবালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

ঢাকা মেট্রো ল-২৭-২১৪৪ রেজিস্ট্রেশন নম্বরের মোটরসাইকেলটি বিকেল ৩টা ২০ মিনিটের দিকে চুরি হয়। ঘটনার দিনই শাহবাগ থানায় মামলা করেন মোটরসাইকেলের মালিক।

এজাহারে অলিপ কুমার বিশ্বাস লিখেছেন, সোমবার দুপুর পৌনে ৩টার দিকে ১৫০ সিসি কালো ও লাল রঙের পালসার মোটরসাইকেল রেখে পিডব্লিউডি অফিসের ভেতরে যাই। ৪৫ মিনিট পরে এসে দেখি সেটি নেই।

মোটরসাইকেলটির মূল্য এক লাখ ৯৭ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অলিপ কুমার বিশ্বাস  বলেন, ‘আশপাশে নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও কিভাবে মোটরসাইকেল চুরি হল, তা আমাকে ভাবিয়ে তুলেছে।

প্রত্যেকটি সরকারি-বেসরকারি অফিসের সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা থাকা উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম  বলেন, ‘এ বিষয়ে আমরা আন্তরিক। চোর পাওয়া গেলে মোটরসাইকেলেটিও উদ্ধার করা যাবে।



মন্তব্য চালু নেই