দিক পরিবর্তন করতে পারে ইরানি অ্যাপার্টমেন্টের কক্ষ (ভিডিও)

নিজে থেকেই ঘুরে অবস্থান বদলে ফেলতে পারে কক্ষ। ইরানি স্থপতিরা অ্যাপার্টমেন্টের সঙ্গে স্থাপন করতে সক্ষম হয়েছেন বিশেষ ধরনের এই কক্ষ। আর এ অভিনব অ্যাপার্টমেন্টের ডিজাইন তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্বকে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।

তেহরানের সাফরি-হা হাউজ একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। তবে শুধু বিলাসের দিক দিয়েই নয়, এটি আধুনিক প্রযুক্তি ব্যবহারেও সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এর সবচেয়ে আকর্ষণীয় যে দিকটি সবার দৃষ্টি আকর্ষণ করছে তা হলো, এর স্বয়ংক্রিয় তিনটি কক্ষ। ঘুরতে সক্ষম এ কক্ষগুলো দিনে সূর্যের আলো অনুসারে নির্দিষ্ট দিকে মুখ করে রাখা যায়। এ সময় কক্ষের একাংশ ব্যালকনির মতোই কাজ করে। আবার প্রয়োজনমতো তা ঘুরিয়ে মূল বিল্ডিংয়ের মাঝে নিয়ে আসা যায়।

স্থপতি আলিরেজা তাগহাবনি একটি সাধারণ অক্ষের ওপর আবর্তনশীল এ বাড়িটির ডিজাইন করেছেন। কক্ষটি যখন ব্যালকনির মতো কাজে ব্যবহৃত হয় তখন সেখানে কাঁচের একটি রেলিংও উঠে আসে। কক্ষের কেউ যেন বাইরে পড়ে না যায়, সে জন্যই এমন ব্যবস্থা।

https://www.youtube.com/watch?v=_Byznj7Zr9s



মন্তব্য চালু নেই