দাপিয়ে কাজ করেছেন হলিউডে, এখন খাবার জোটে না দু’বেলা

একসময় দাপিয়ে কাজ করেছেন হলিউডে, কিন্তু এখন খাবার জোটে না দু’বেলা।
ভাগ্যের মার বোধহয় একেই বলে।

হলিউডে তাদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। আজ তারা নিঃস্ব। যা উপার্জন হয় তা দিয়ে কোনোরকমে চলে সংসার।

মধ্যপ্রদেশের ছতরপুরের খাজুরহের বাসিন্দা দুই ভাই সুনীল বর্মা ও পাপ্পু বর্মা এখন কঠিন জীবন সংগ্রামের সেনানী।

নিয়মিত কাজ করেছেন ভোজপুরী সিনেমাতেও। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল “শপার্স পেরিল” নামে একটি শর্ট ফিল্ম। সেখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন পাপ্পু ও সুনীল।

কিন্তু ভাগ্যের হাতে মার খেয়ে আজ তারা অসহায়। এরই মধ্যে সুনীলের শারীরিক অবস্থাও ভালো নয়। তার চিকিৎসা চলছে।

দারিদ্র্যের সঙ্গে লড়াই চালালেও মানসিকভাবে ভেঙে পড়েননি তারা। দু’চোখে স্বপ্ন দেখেন, আবার কাজ করবেন হলিউডে। তৈরি করবেন সিনেমা।

বর্তমানে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের অভিনয় শেখাচ্ছেন দুই ভাই। শুধু তাই নয়, ছোট ছোট বুন্দেলি (বুন্দেলখণ্ডের স্থানীয় ভাষা) ছবি বানিয়ে তাতে সুযোগও দিচ্ছেন তাদের।

তাদের আশা একদিন বুন্দেলখণ্ডেও গড়ে উঠবে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি। সেখানেও চুটিয়ে কাজ করবেন তারা।



মন্তব্য চালু নেই