দাদার শহরে ধোনি ঝড়! একাই দলকে টানলেন ক্যাপ্টেন কুল

প্রথম ম্যাচে কর্নাটকের বিরুদ্ধে চেষ্টা করেও দলকে জয়ের মুখ দেখাতে পারেননি। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ইডেন গার্ডেনসে নিজের চেনা ছন্দে দেখা দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ছক্কা হাঁকিয়ে শতরানই শুধু নয়, একা হাতে টানলেন নিজের রাজ্য ঝাড়খণ্ডকে।

বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচে এ দিন ছত্তিশগড়ের মুখোমুখি হয়েছিল ঝাড়খণ্ড। এক সময়ে ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ঝাড়খণ্ডের ইনিংস। ছ’নম্বরে নেমে দলের ব্যাটিংয়ের হাল ধরেন মাহি। শাহবাজ নাদিমকে সঙ্গে নিয়ে ইনিংস টানতে থাকেন তিনি। চল্লিশ ওভারের পরে খোলস ছেড়ে

বেরোন মাহি। ছয় মেরে নিজের শতরান পূর্ণ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত ধোনির ১০৭ বলে ১২৯ রানে আউট হন ধোনি। তাঁর এই ইনিংসের সৌজন্যে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৩ তোলে ঝাড়খণ্ড।

বিজয় হাজারে ট্রফি খেলার জন্য দলের সঙ্গেই ট্রেনে করে শহরে এসেছেন ধোনি। থাকছেন তুলনামূলকভাবে কম বিলসবহুল হোটেলে। নিজের হাতে ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারদের ভুল ধরিয়ে দিচ্ছেন। মাঠেও এ দিন যথার্থ অধিনায়কের ভূমিকাই পালন করলেন মাহি। আবারও বুঝিয়ে দিলেন, অধিনায়ক ধোনি এখনও ফুরিয়ে যায়নি।



মন্তব্য চালু নেই