দাউদ ইব্রাহিমকে ঘায়েল করতে ভারতের নয়া পরিকল্পনা

ভারতের সংঘবদ্ধ অপরাধীদের সিন্ডিকেট ‘ডি-কোম্পানি’র নেতা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ঘায়েল করতে নতুন পরিকল্পনা নিয়েছে ভারত।

দাউদ ইব্রাহিম ও তার সিন্ডিকেট ‘ডি-কোম্পানি’র মালিকানাধীন সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে তাকে দুর্বল করা হবে বলে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল জানিয়েছেন।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ এ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’ এরই মধ্যে দাউদের সম্পদ চিহ্নিত করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দাউদের বেশির ভাগ সম্পত্তি রয়েছে দুবাই ও আফ্রিকায়। তবে সেসব সম্পদ তার নিজের নামে নয়। বেশ কিছু সম্পদ রয়েছে দাউদের ছেলে ও মেয়ের নামে।

দোভালের তালিকা অনুযায়ী দুবাইয়ের ওয়েসিস অয়েল, লিউব এলসিসি ও আল-নূর ডায়মন্ডস দাউদের মালিকানাধীন। এছাড়া ডলফিন কনস্ট্রাকশন ও কিং ভিডিও’র মালিকও দাউদ।

পাকিস্তানেও দাউদের নয়টি বাড়ি রয়েছে বলে সম্প্রতি জানা গেছে।

এদিকে, আল-কায়েদার সঙ্গে দাউদের যোগাযোগ থাকার প্রমাণ ভারতের হাতে এসেছে বলে জানা গেছে। ২০০৩ সালে আল-কায়েদার সঙ্গে দাউদের যোগাযোগের কথা জেনে তাকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র।



মন্তব্য চালু নেই