দাঁত চকচকে রাখার সহজ উপায়

দাঁতকে চকচকে রাখতে কে না চায়? তাই দাঁতের সমস্যা সমাধানে সবাই সহজ পথ খোঁজে। কেননা দাঁতের গোঁড়া দুর্বল, রক্তপাত, শিরশিরানি বা ব্যথা অনুভব হলে আমরা অস্থির হয়ে উঠি। এছাড়া দাঁত পরিষ্কার না থাকার কারণে বিশ্রী গন্ধও বিব্রত করে সবাইকে। তাই আসুন জেনে নেই দাঁত চকচকে রাখার সহজ উপায়।

দাঁত চকচকে রাখার উপায়
এটা কোনো ওষুধ বা পেস্ট নয়। শুধু একটি পাতা। যার নাম ‘Sage Leaves’, বাংলায় বলা হয় ‘ঋষি পাতা’। এর ২-৩টি পাতা রোজ চিবিয়ে নিলেই দাঁতের যাবতীয় সমস্যা নিমেষেই দূর হয়ে যায়। এছাড়া ঋষি পাতার রস দাঁতের জন্য কাজ করে টনিকের মত। ঋষি পাতার রস মুখের ভিতরে থাকা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে। এমনকি থ্রোট ক্যান্সারেরও প্রতিরোধক হিসেবে কাজ করে।



মন্তব্য চালু নেই