দশ বছর ধরে শুনলাম আফ্রিদির বয়স সতেরো!

টেস্ট-ওয়ানডে আগেই ছেড়েছেন, এখন শুধু টি-টোয়েন্টিই খেলেন। অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তবে, সম্প্রতি ফের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
আর ভারতের বিপক্ষে চলমান এশিয়া কাপে বাজে ভাবে পরাজয়ের পর আবারও সমালোচনার মুখে পড়েছেন সেই শহীদ আফ্রিদি। কলকাতা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা আনন্দবাজার পাকিস্তানের টি-টোয়েন্টি দলের এই অধিনায়কের প্রসঙ্গে লিখেছে, ‘যার সম্পর্কে এক রাতে দেশের লোক বলতে শুরু করেছে, বয়সের কোনও গাছ-পাথর নেই। কবে খেলছে, কবে খেলা ছাড়ছে, কবে আবার ফিরছে আল্লাহ্ জানেন।’
শীর্ষস্থানীয় এই পত্রিকাটি পাকিস্তানি এক ক্রিকেট লেখকের বরাত দিয়ে আরও লিখেছে, ‘ওয়েবসাইট তো ঠিকই লিখেছিল। আফ্রিদি হল রেখার (বলিউড অভিনেত্রী রেখা) পাকিস্তানি উত্তরসূরী। দু’জনেই অনন্তযৌবনা। দশ বছর ধরে শুনলাম আফ্রিদির বয়স সতেরো। তার পর অনেক দিন থেমে থাকল তেইশে। গত পাঁচ বছর ধরে প্রায়ই অবসর নিচ্ছে, আবার রোজ ফেরত আসছে। ক্যারেক্টার বটে।’



মন্তব্য চালু নেই