দলীয় প্রতীকেই স্থানীয় নির্বাচন, অধ্যাদেশ জারি

দলীয় প্রতীকেই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার।

দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি। অনুমানের ভিত্তিতে আগেই কাজ এগিয়ে রাখা হয়েছে।’

এই অধ্যাদেশ জারির খবরটি সোমবার রাতে নিশ্চিত করেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

এরপর ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, 150428070733_bangla_city_election_640x360_bbc_nocredit“অধ্যাদেশটি হাতে পাওয়ার পর আমরা বিধিমালা প্রণয়নসহ প্রয়োজনীয় অন্য সব কাজ দ্রুত সারব, যাতে মধ্য নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে পারি।”

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন দলীয় ভিত্তিতে করতে গত ১২ অক্টোবর মন্ত্রিসভায় স্থানীয় সরকার আইন সংশোধনের  প্রস্তাব অনুমোদন করে।

পৌরসভা নির্বাচন ঘনিয়ে আসায় অধ্যাদেশের মাধ্যমে সংশোধিত আইন কার্যকর করা হবে বলে তখন জানানো হয়েছিল।

আইন সংশোধনের ফলে এখন রাজনৈতিক দলগুলোর প্রতীকেই প্রার্থীরা পৌরসভা নির্বাচন করবেন।

আরও বিস্তারত আসছে…



মন্তব্য চালু নেই