দর্শনায় গ্রীলের তালা কেটে দূর্ধর্ষ ডাকাতি, দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় এক স্কুল শিক্ষকের বাড়ির মেইন দরজার গ্রীলের তালা কেটে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় ডাকাতরা ঐ বাড়ি থেকে নগদ টাকা সহ দেড় লক্ষাধীক টাকার মালামাল লুট করে। এর পরই পাশের আরেক বাড়িতে গ্রিল কেটে ভিতরে ঢুকতে গেলে গৃহকর্তার চিৎকারে ও প্রতিবেশীরা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাত ২টার দিকে।

সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন, এলাকাবাসী ও বাড়ির মালিকের অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার দিনগত রাত ২টার দিকে দর্শনা পৌরসভাধীন রামনগর মাঠপাড়া মহল্লার বড়বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তক্কেল আলীর বাড়িতে ১০/১২ জনের মুখোশধারী একদল ডাকাত মেইন গেটের দরজার তালা কেটে ভিতরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এরপর অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে বেধে রেখে নগদ ২২ হাজার টাকা, ২ ভরি ওজনের স্বর্নের গহনা, ৩টি মোবাইল ফোন,ব্যবহার্য কাপড় সহ ২ ঘন্টা ধরে দেড় লক্ষাধীক টাকার মালামাল লুঠ করে।এমনকি ফ্রিজে রাখা মাংশ পর্যন্ত ডাকাতদল নিয়ে যায়।

এরপর ডাকাতদল একই মহল্লার বাসিন্দা চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভাইস-প্রিন্সিপাল আজিজুর রহমানের বাড়িতে হানা দেয়। বারান্দার গ্রীল কেটে ঢুকে ভিতরের তাদের দরজা ভাঙার সময় শব্দে গৃহকর্তা টের পেয়ে যান। এসময় গৃহকর্তা আজিজুর রহমানের চিৎকারে প্রতিবেশীরা জেগে গেলে ডাকাতদল পালিয়ে যায়।

এধরনের অভিজাত মহল্লায় ডাকাতির ঘটনায় ঐ এলাকবাসী চরম আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান ঘটনাস্থল পরিদর্শন করে জানান,এটা একটা চুরির ঘটনা।তবে অবশ্যয় চোর ধরা পড়বে।



মন্তব্য চালু নেই