দরজা খুলে নারী ‘জঙ্গির’ গ্রেনেড বিস্ফোরণ

রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে তিনতলা একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, দুপুর সাড়ে ১২টার একটু পরে বাড়িটির ভেতর থেকে দরজা খুলে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে এক নারী। তিনি আহত অবস্থায় ভেতরে রয়েছেন। বিস্ফোরণে আহত এক শিশুকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়ির ভেতরে এখনো আজিমপুরে জঙ্গি তানভীর কাদেরির ছেলে রয়েছেন।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার পরে স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুব হুসেন এ কথা জানান। গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ইন্সপেক্টর) শফিক সামান্য আহত হয়েছেন বলেও তিনি জানান। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে বলে তিনি জানান।

‘সূর্যভিলা’ নামে ওই বাড়িটির উল্টোপাশের দুটি ভবনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখা গেছে। হাজিক্যাম্পের কাছে ৫০ নম্বর ওই বাড়িটি ঘিরে জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বাড়ি থেকে দুই শিশুকে নিয়ে দুজন নারী আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই