দক্ষিণ আফ্রিকায় অপহরণ বাংলাদেশে মুক্তিপণ

রাজধানীর যাত্রাবাড়ী এবং লালবাগ থেকে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার রাতে পৃথক দুইটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিআইডি জানিয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। সিআইডি জানিয়েছে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রায়হান উদ্দিন খান জানান, যাত্রাবাড়ী থেকে একটি অপহরণকারী চক্রের চার সদস্যকে একটি প্রাইভেটকারসহ সিআইডি গ্রেপ্তার করে। এ চক্রটি অপহরণের পর মোবাইলের মাধ্যমে মুক্তিপণ আদায় করে থাকে বলে তিনি জানান।

অপরদিকে লালবাগে একটি অভিযানে মুক্তিপণের সাত লাখ টাকাসহ আরো একজন আন্তর্জাতিক অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করে বলেও তিনি জানান।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের অপহরণ করে এমন একটি চক্রের সদস্য লালবাগ থেকে আটক ব্যক্তি। তিনি মোবাইলের মাধ্যমেই দক্ষিণ আফ্রিকায় অপহরণের শিকার বাংলাদেশিদের আত্মীয়দের কাছ থেকে মুক্তিপণের টাকা সংগ্রহ করেন।



মন্তব্য চালু নেই