থানায় নলকূপ বসাতে গিয়ে মিললো পুরনো রকেট লঞ্চার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা কম্পাউন্ডে গভীর নলকূপ বসাতে গিয়ে একটি রকেট লঞ্চার পাওয়া গেছে। রকেট লঞ্চারটি বেশ পুরনো বলে ধারণা করা হলেও ঠিক কবেকার তা বলা যাচ্ছে না। তবে বোমাটি পরীক্ষানিরীক্ষা করে দেখার জন্য বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার পেছনে রকেট লঞ্চারটি পান গভীর নলকূপ বসানোর শ্রমিকরা।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচায্য বিষয়টি জানিয়েছেন।

নগর গোয়েন্দা পুলিশের বোমা বিশেষজ্ঞ এসআই সন্তোষ কুমার চাকমা বলেন, ‘পাঁচলাইশ থানার পেছনে গভীর নলকূপ বসাতে গিয়ে একটি রকেট লঞ্চার পাওয়া গেছে। রকেট লঞ্চারটি বেশ পুরনো ও জং ধরা, তবে বোমাটি এখনো তাজা আছে। বোমাটি ঠিক কবেকার তা বলা যাচ্ছে না। নগর পুলিশের বোমা বিশেষজ্ঞ দল বোমাটি পরীক্ষানিরীক্ষা করে দেখছেন।’বাংলামেইল



মন্তব্য চালু নেই