ত্বক সতেজ থাকবে শীতেও!

শীতের হাওয়ায় আদ্রতা কম থাকে। বাতাসে প্রচুর ধুলোবালি থাকে, যা ত্বকে এসে জমে। আমাদের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। সঠিক যত্ন না নিলে ত্বকে দেখা দেয় বিভিন্ন রকমের সমস্যা। ত্বক ফেটে যাওয়া, চামড়া ওঠা এমনকি কালো দাগও হয়। তাই এই সমস্যা থেকে নিজের ত্বককে রক্ষা করতে আপনাদের জন্য দেয়া হল সহজ কিছু ঘরোয়া উপায়।

১. আমণ্ড অয়েল ও কাঁচা দুধের সর একসঙ্গে ভালোকরে মিশিয়ে নিন। এবার ত্বকে ৫ মিনিট ম্যাসেজ করুন। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এাবার দেখুন আপনিও পেয়ে গেছেন উজ্জ্বল ও মসৃণ ত্বক।

২. শীতে বাড়তি বলিরেখা হতে রেহাই পেতে মশুর ডাল বাটা আর মধু মিশিয়ে ত্বকে লাগান। ত্বকের মসৃণতা ও তারুণ্য ধরে রাখতে এই প্যাকটি খুব উপকারি।

৩. রাতে কিশমিশ ও কাজু বাদাম ভিজিয়ে রাখুন। পরের দিন তার সঙ্গে মধু ও কর্ণফ্লাওয়ার মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। শসার রস দিয়ে মুখ মুছে ফেলুন। বয়সের ছাপ মুছে ফেলতে দারুণ কাজে দেবে।

৪. এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ টমেটোর রস একসঙ্গে মিশিয়ে বলিরেখার উপর লাগিয়ে দিন। এবার পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন। বলিরেখা থাকবে না।

ত্বক সতেজ থাকবে শীতেও!



মন্তব্য চালু নেই