ত্বকের জন্য নিমপাতা ও মধুর উপকারিতা

প্রাকৃতিক উপাদান ত্বকের জন্য অনেক উপকারি। এমনই দুটি কার্যকর প্রাকৃতিক উপাদান হলো নিমপাতা ও মধু, যা একসঙ্গে ব্যবহারে ত্বকের অনেক সমস্যার সমাধান হয়। জানতে চান এই উপাদান দুটি ত্বকের কী কী উপকার করে? তাহলে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগের এই তালিকা একবার দেখে নিতে পারেন।

যা যা লাগবে

নিমপাতা ৩/৪টি ও মধু ১ টেবিল চামচ।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে নিমপাতা ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এবার এই নিম পাতা ও মধু একসঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এই প্যাক ব্যবহারে যে ৫টি উপকার হয় :

১. নিম পাতা ত্বকে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। নিমপাতা ও মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগালে ব্রণের জীবানু ধ্বংস হয় এবং ব্রণের দাগ দূর হয়।

২. এই দু্টি উপাদান ত্বকের পানিশূন্যতা দূর করে এবং ত্বকের ময়েশ্চারাইজার ধরে রেখে ত্বককে নরম ও মসৃণ রাখে।

৩. এই উপাদান দুটি ত্বকের ময়লা-জীবাণু দূর করে এবং ত্বকের ব্ল্যাকহেডস সমস্যার সমাধান করে।

৪. এই প্যাক ব্যবহারে তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর হয়।

৫. ত্বকের র‍্যাশ ও চুলকানিজাতীয় সমস্যা দূর করতে এই প্যাক ব্যবহার করতে পারেন।



মন্তব্য চালু নেই