ত্বকী হত্যার বিচার না হওয়ায় শীতলক্ষ্যায় এতো লাশ : রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘নারায়ণগঞ্জে ত্বকী হত্যার সঠিক বিচার না হওয়ায় শীতলক্ষ্যা-বুড়িগঙ্গায় এতো লাশ ভেসে উঠেছে।’
তিনি বলেন, ‘বাজারের সস্তা পণ্যের চেয়ে আজ মানুষের জীবনের মূল্য অনেক কমে গেছে। দেশের মানুষকে হত্যা করার জন্যই সরকার সন্ত্রাসীদের জেনারেল লাইসেন্স দিচ্ছে। সব গুম, খুন, অপহরণের সঙ্গে সরকার জড়িত। সরকার এর দায় এড়াতে পারে না।’
রোববার দুপুর সোয়া ১২ টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, ‘বাজারের সস্তা পণ্যের চেয়ে মানুষের জীবন এখন অনেক কম মূল্যে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে নজরুল ও চন্দন সরকারসহ ৭ জনের হত্যার ঘটনায় সরকারের প্রভাবশালী মন্ত্রী ও তার আত্মীয়-স্বজন জড়িত থাকার অভিযোগ উঠেছে। শুধুমাত্র দায়িত্ব থেকে অপসারণ করেই নয়, তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব।’
দলের স্থায়ী কমিটির সর্বশেষ সিদ্ধান্ত জানিয়ে রিজভী আহমেদ বলেন, ‘গুম, খুন ও হত্যার প্রতিবাদে আগামী ১৭ মে নারায়ণগঞ্জের ডেমরায় সমাবেশ, ১৮ মে দেশের সকল উপজেলায় প্রতিবাদ সভা, ১৯ মে জেলায় জেলায় প্রতিবাদ সমাবেশ এবং ২০ মে সকল মহানগরীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ডেমরার সমাবেশে বেগম খালেদা জিয়া বক্তব্য দেবেন।’
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন- যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ।



মন্তব্য চালু নেই