তেলের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত সৌদিসহ ৪ দেশের

জ্বালানি তেলের অব্যাহত দরপতন ঠেকাতে তেলের উৎপাদন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো। সৌদি আরব, কাতার, ভেনেজুয়েলা এবং রাশিয়ার জ্বালানি মন্ত্রীরা তেল উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্তে একমত হয়েছেন। খবর বিবিসির।

মঙ্গলবার কাতারের দোহায় চার দেশের মন্ত্রীরা বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা তেলের উৎপাদন ও তেলের মূল্য নিয়ে বিষদ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেন। গত কয়েক মাস ধরেই বিশ্ব বাজারে তেলের দাম কমছিল।

২০১৪ সালে ব্যারেল প্রতি জ্বালানি তেলের মূল্য ছিল ১১০ ডলার। এরই মধ্যে প্রায় ৭০ শতাংশ কমেছে। আর এই দাম কমার প্রধান কারণ মনে করা হচ্ছে তেলের অতিরিক্ত উত্তোলন ও সরবরাহ। আর তেলের এই দাম কমার কারণে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রী আলি আল-নায়েম বলেন, জানুয়ারি মাসে উৎপাদিত তেল বিশ্ব বাজারের জন্য পর্যাপ্ত। আমরা তেলের দ্রুত মূল্য বৃদ্ধি চাচ্ছি না। আমরা চাই চাহিদা পূরণ করতে এবং তেলের মূল্য স্থিতিশীল রাখতে।



মন্তব্য চালু নেই