একনেকে নতুন ৭ প্রকল্পের অনুমোদন

তেজগাঁওয়ে আর নতুন শিল্প-কারখানা নয়

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নতুন করে কোনো শিল্প-কারখানা করা যাবে না। তবে এ এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার জন্য ভবন তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া মগবাজার-মৌচাক ফ্লাইওভার কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি কক্ষে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে তেজগাঁও এলাকায় শিল্প-কারখানা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এলইডি লাইট (সিকেডি) অ্যাসেমব্লিং প্ল্যান্ট প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হলো। তবে তেজগাঁও এলাকায় আর কোনো শিল্প-কারখানা তৈরি করা যাবে না। কারণ এলাকাটি অনেক কোলাহলে পরিণত হচ্ছে। আমরা নতুন নতুন ইকোনোমিক জোন করে দিচ্ছি। ওইসব স্থানে শিল্প-কারখানা নির্মাণ করতে হবে।’

মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, ‘প্রকল্পের সময় ও ব্যয় আর বাড়ানো হবে না। এই সময়ের মধ্যে কোয়ালিটি নিশ্চিত করে প্রকল্পটি জনসাধারণের জন্য জুন ২০১৭ সালের মধেই উন্মুক্ত করে দিতে হবে।’

বৈঠকে ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এ প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) দুটি প্রতিষ্ঠান আলাদাভাবে বিদ্যুৎ কার্যক্রম পরিচালনা করবে।’

একনেক বৈঠকে মোট ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ৭৭৬ কোটি ১৭ লাখ টাকা বাকি অর্থ সরকারি অর্থায়ন ৩ হাজার ৬০৩ কোটি ৩৮ লাখ টাকা। নিজস্ব থেকে ৪৫১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করা হবে।

http://ournewsbd.com/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%A8%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A7%AD-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85/



মন্তব্য চালু নেই