তৃতীয় ধাপে ভোট পড়েছে ৭৬.১২ শতাংশ

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনে ভোট পড়েছে ৭৬ দশমিক ১২ শতাংশ।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। সব মিলে আওয়ামী লীগ ৩৯৫, বিএনপি ৬০, জাতীয় পার্টি (লাঙ্গল) ১৪, জাতীয় সমাজতান্ত্রিক দল (মশাল) ১, স্বতন্ত্র ১৩৯, জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে ১ টি। এ ছাড়া বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রে পুনঃনির্বাচন প্রয়োজন ৫ টি ইউপিতে।



মন্তব্য চালু নেই