তুরস্কে পার্লামেন্টে তুঘলকি কাণ্ড

তুরস্কের পার্লামেন্টে মারামারির ঘটনা ঘটেছে। দেশটিতে সংসদীয় পদ্ধতির সরকারের পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর বিষয়ে সংবিধান সংশোধনের জন্য বুধবার ভোটাভুটির সময় এই মারামারির ঘটনা ঘটে।

বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) অভিযোগ করেছে, সরকারি দল একে পার্টির এমপিরা ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার আইন ভেঙে তা প্রকাশ্যে দেখিয়েছেন। একেপি’র এমপিরা স্বাধীনভাবে ভোট না দিয়ে দলের পক্ষে ভোট দিতে দলীয় এমপিদের ওপর চাপ সৃষ্টি করেন।

সিএইচপির এমপি ফাতমা কাপলান একেপির এমপিদের এই কর্মকাণ্ড তার মোবাইল ফোনে ভিডিও করছিলেন। এসময় একেপির এমপিরা তার কাছ থেকে ফোনটি কেড়ে নেয়। এ ঘটনায় বাগবিতণ্ডার এক পর্যায়ে একে পার্টি ও সিএইচপির এমপিদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।

প্রসঙ্গত, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান অনেক দিন থেকেই দেশের সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দেয়ার জন্য কথা বলে আসছেন। পার্লামেন্টে তার দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।



মন্তব্য চালু নেই