তিশা আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেলেন

তিশা খুব চঞ্চল একটা মেয়ে। একদিন হঠাৎ এক রেস্টুরেন্টে দেখা হয় নিশোর সাথে। তিশার পূর্বপরিচিত ছিলেন নিশো। কলেজে পড়ার সময় নিশো তিশাকে খুব পছন্দ করতো। ঘটনাচক্রে নিশো জানতে পারে আজ তিশা আত্মহত্যা করতে যাচ্ছে।

কারণ তার ধারণা, নিজের পরিবারের মানুষেরা তাকে ভালোবাসে না। কিছু বুঝে উঠতে না পেরে আত্মহত্যা করতে যায় তিশা। নিশো বুঝতে পেরে মৃত্যুর পথ থেকে বাঁচিয়ে নেয় তিশাকে।

এটা পুরোটায় একটা নাটকের কাহিনী। ‘এ এক অদ্ভূত ভালোবাসা’ নামের এক নাটকে তিশাকে এমনি এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
‘এ এক অদ্ভুত ভালোবাসা’ নামের এই নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন তিশা ও নিশো। সাগর জাহানের রচনায় এটি পরিচালনা করেছেন রতন রিপন।



মন্তব্য চালু নেই