তিন বছরের মধ্যে ৮০% সংযোগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)। সচিবালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার চতুর্থ অধিবেশনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে এ দাবির কথা জানান তার।

বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘ওনারা (ডিসি) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাচ্ছেন, সে বিষয়ে আমরা কাজ করছি। আশা করছি আগামী তিন বছরের মধ্যে দেশের বিদ্যুৎ সংযোগপ্রাপ্ত অঞ্চলের ৮০ শতাংশ জায়গায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো।’

হামিদ বলেন, ‘বিদ্যুৎ সুবিদা সবার কাছে পৌঁছে দিতে অনেক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ২০১৮ সালের মধ্যে পল্লী এলাকার ৯০ শতাংশ জায়গায় বিদ্যুৎ দিতে পারবো।’



মন্তব্য চালু নেই