তিন জানুয়ারি যুবাদের সাথে যোগ দিচ্ছেন স্টুয়ার্ট ল

বিশ্বকাপে বাংলাদেশ যুবাদের নিয়ে কাজ করতে আগামী ৩ জানুয়ারি ঢাকায় আসছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের পরামর্শক স্টুয়ার্ট ল। এসেই যুবাদের ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই কোচ। এ দফায় চুক্তির অবশিষ্ট আট সপ্তাহ মেহেদি হাসান মিরাজদের নিয়ে কাজ করবেন তিনি। এমনই জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশ যুবাদের দায়িত্ব নেয়ার সময় বিসিবির সঙ্গে ১৬ সপ্তাহের চুক্তি হয়েছিল অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট লর। প্রথম দফায় চার সপ্তাহ থেকে গেলেও পরের দফাটা পূরণ হয়নি। অক্টোবরে আসার কথা থাকলেও তারই দেশের তোলা নিরপত্তা প্রশ্নে বাংলাদেশে আসেননি ল।

২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে শুরু হতে চাওয়া যুবাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও ল’র দেশ অস্ট্রেলিয়া টালবাহানা শুরু করেছে। আইসিসিকে এ ব্যাপারে জানিয়েছেও তারা। তবে ল এবার আর দেশের সঙ্গে সুর মেলাননি। বাংলাদেশ যুবাদের দায়িত্ব বুঝে নিতে ঠিকই বাংলাদেশে আসছেন তিনি। থাকবেন বিশ্বকাপ শেষ পর্যন্ত।

এদিকে ঘরের মাঠের বিশ্বকাপকে সামনে রেখে ৩ জানুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এর কদিন পরই ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। উইন্ডিজ যুবাদের সাথে তিনটি একদিনের ম্যাচ খেলাবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত নেতারা।

১১ জানুয়ারি ঢাকায় প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর দুইদল চলে যাবে চট্টগ্রামে। সেখানেই পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এর মাঝে বাংলাদেশের চলে আসবে শ্রীলঙ্কার যুবারাও। তবে বাংলাদেশের সাথে তাদের কোনো ম্যাচ নেই। আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতেই একটু আগেভাগে বাংলাদেশে আসবে রানাতুঙ্গা-জয়সুরিয়াদের উত্তরসূরিরা।



মন্তব্য চালু নেই