তিতুমীরে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ৭

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সোহাগ (২২), আবু বকর (২৫), আবু বকর মিয়া (২২), আব্দুল আজিজ(২০), নঈমুদ্দীন (২৫), জয় (২২) ও বিল্লাল(২২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কলেজে ছাত্রলীগের সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে দুপুরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাতজন আহত হন।

এ প্রসঙ্গে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাউদ্দিন খান জানান, সংঘর্ষের খবর পেয়ে তিতুমীর কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আর কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই