তালা ধরলেই বাজবে মোবাইল

ভারতের বাঁকুড়ার এক ওজনদাড়ি মেরামতকারী স্মার্ট তালা তৈরি করেছেন। দরজায় লাগানোর পর ওই তালায় যদি কেউ হাত দেয়, তাহলে আপনার কাছে থাকা মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে ফোন চলে যাবে। প্রয়োজনে আপনাকে টেক্সট মেসেজও করবে ওই যন্ত্র।

আপনি দেশে থাকুন অথবা বিদেশে। নতুন স্মার্ট-তালা আপনাকে জানান দেবে আপনার বাড়ি সুরক্ষিত কিনা। অবশ্য এখনই সেটা বাজারে পাওয়া যাচ্ছে না। বাঁকুড়ার গ্রিন গার্ডেন এলাকার বাসিন্দা বিপুল কুণ্ডু এ তালার বেশ কয়েকটি মডেল উদ্ভাবন করেছেন। এখন অপেক্ষা শুধু বাণিজ্যিকভাবে উৎপাদনের।

তালার কাছ থেকে এ সেবা পেতে হলে তালার ভিতর থাকা বৈধ সিম কার্ডটিকে যেমন চালু রাখতে হবে, তেমনই তালাটিতে নিয়মিতভাবে চার্জ দিয়ে সচল রাখতে হবে। বিপুল তার উদ্ভাবিত এ তালার নাম দিয়েছেন স্মার্ট সিকিউরিটি লক।

তালা তৈরির খরচও থাকছে মধ্যবিত্তের নাগালের মধ্যে। বিপুলের দাবি, আপাতত যে মডেল গুলি তিনি তৈরি করেছেন তাতে খরচ হয়েছে ১২০০ টাকা করে। তবে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলে দাম অনেকটাই কমে আসবে।



মন্তব্য চালু নেই