তালপট্টি নিয়ে তাল-বেতাল হয়ে গেছে খালেদা : সুরঞ্জিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘সমুদ্র জয়ের পর তিনি তালপট্টি নিয়ে তাল-বেতাল হয়ে গেছেন।’
সুরঞ্জিত বলেন, ‘তালপট্টির তাল যদি বেতাল হয়ে যায় তবে পট্টি আর কতটুকু ভাল থাকবে। সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হওয়ায় এখন তালও নেই বেতালও নেই। ফলে তার (খালেদা) ভারত-বিদ্বেষী রাজনীতিতে একটি উইকেট পড়ে গেছে।’
শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এখন বিশ্বায়নের যুগ। সবাই সব জানে ও দেখে। ফলে খালেদা জিয়া এখন হালে পানি পাচ্ছে না। কারণ এখন অন্ধকার ও মিথ্যাচারের রাজনীতির কোনো স্থান নেই।’
সুরঞ্জিত বলেন, ‘এই বিচারে একজন ভারতীয়সহ পাঁচ জন বিদেশি বিচারক ছিলেন। ভারতীয়র পক্ষ থেকে আপত্তি জানালে পরে স্থান পরিদর্শন করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেয়া হয়েছে। যাতে বাংলাদেশ এই সীমানা পেয়েছে। এখানে জলবায়ু বিশেষজ্ঞ আইনজীবিও ছিলেন। তারা মামলা নিয়ে জেরা করেছে।’
তিনি আরো বলেন, ‘বিশ্বের সকল দেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে দ্বিপাক্ষিক সমস্যা আছে সেগুলো প্রাথমিকভাবে সমাধান না হলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমেই সমাধান হওয়া উচিত। কারণ প্রতিহিংসা আর মিথ্যার রাজনীতি ক্রমে হারিয়ে যাবে। একইসঙ্গে মানবতা, উদারতা ও প্রজ্ঞার রাজনীতি ক্রমেই প্রসারিত হবে।’
সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- প্রবীন আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু, উপ-কমিটির সদস্য আসাদুজ্জামান দূর্জয়, সংগঠনের সহ-সভাপতি হুমায়ুন কবির মিজি, রুপালী ব্যাংকের পরিচালক ব্যারিস্টার জাকির হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই