‘তার তো পাসপোর্টই নেই’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড এলার্ড জারির বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘তার তো পাসপোর্টই নেই। তিনি তো ফেরারি আসামি। ‍অবৈধভাবে লন্ডনে অবস্থান করছেন।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তোফায়েল আহমেদ এ কথা বলেন।

এদিকে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যালটের মাধ্যমেই জনগণ খালেদা জিয়ার বিচার করবে। গত তিন মাসে সরকারবিরোধী হরতাল-অবরোধের নামে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট মানুষ পুড়িয়ে মেরেছে।ওই সব মানুষের আর্তনাদে বাতাস ভারি হয়ে উঠেছিল। সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’

এর আগে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া পিয়ের লারামে এবং চীনা রাষ্ট্রদূত লি জুন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘রাজনীতিবিদদের বিচার বিভিন্নভাবে হয়। কাউকে আদালতে যেতে হয়, জেলখানায় যেতে হয়। আর যারা আদালতে যান না, কোর্টে যান না, তাদের বিচার হয় ব্যালটের মাধ্যমে। খালেদা জিয়ার বিচার জনগণ ব্যালটের মাধ্যমেই করবে।’

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বিগত ৫টি সিটি করপোরশন নির্বাচনে উভয় দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনোয়া পিয়ের লারামে।’



মন্তব্য চালু নেই