তারেক রহমানের ডিএনএ টেস্টের দাবি ইসলামিক জোটের

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ডিএনএ টেস্টের দাবি করে বাংলাদেশ সম্মিলিত ইসলামিক জোটের সভাপতি মো. জিয়াউল হাসান বলেছেন, ‘তারেকের ডিএনএ টেস্ট করে দেখতে হবে তিনি আসলেই একজন বাঙালি ঘরের সন্তান কি না?’

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মো. জিয়াউল হাসান বলেন, একজন বাঙ্গালি সন্তান জাতির পিতা নিয়ে এই ধরনের কুৎসা রটনা করতে পারে না। নিশ্চয়ই তারেক রহমানের কোনো সমস্যা রয়েছে। তাই তো এ নিয়ে সন্দেহ জাগে যে, তারেক রহমান আসলেই একজন বাঙালি ঘরের সন্তান কিনা।

তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর অধীনে কাজ করেছেন। তারেক কি সে কথা জানেন না? জানলে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে এ ধরনের বক্তব্য দিতে পারতেন না।

তিনি বলেন, তারেকের বক্তব্য সংবিধানের শতভাগেরও ওপরে পরিপন্থি। আর তাই তিনি যদি এখন ক্ষমা না চান, তা হলে আগামীতে তার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ সম্মিলিত ইসলামিক জোটের সহ সভাপতি মুফতি জুবায়ের আলী, সাধারণ সম্পাদক সৈয়দ মুসলেহ উদ্দিন ফোরকান ও যুগ্ন সাধারণ সম্পাদক মওলানা আবুল হোসেন।



মন্তব্য চালু নেই