‘তারেক জানোয়ারের মতো কথা বলছে’

ইতিহাস ‘বিকৃত’ করে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ‘জানোয়ারের’ মতো কথা বলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বিএনপি সব সময় ইতিহাস বিকৃত করে। সেই ধারাবাহিকতায় তারেক ইতিহাস বিকৃত করছে। লেখাপাড়া না শিখলে, ইতিহাস না জানলে, এই ধরনের কথা তো বলবেই। সে জানোয়ারের মতো কথা বলছে।’

বুধবার বিকেল পৌনে ৫টায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্যের পর মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে তাকে ‘রাজাকার’ বলে সম্বোধন করলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিব এখন আওয়ামী লীগের লালসালু। এই লালসালুকে ঘিরে থাকা ভ-রাই নিজেদের স্বার্থে যাকে-তাকে রাজাকার আখ্যা দেয়। আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের দল দাবি করে, অথচ চোরের দল, পা চাটার দল আখ্যা দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এমন একটি কাজ করার জন্য তাহলে তো শেখ মুজিবই বড় রাজাকার।’

তারেক রহমান বলেন, ‘বাস্তবতা হলো, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকালীন দল বটে, তবে মুক্তিযুদ্ধের দল নয়। এ দলের অধিকাংশ নেতাই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশ নেননি।’

তারেক রহমানের এসব বক্তব্যের প্রেক্ষিতে তার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘জানোয়ারকে শিক্ষা কীভাবে দিতে হয় এদেশের মানুষ তা ভালো করে জানে। মুক্তিযুদ্ধের সময় ইয়াহিয়া খানের বক্তব্যের সঙ্গে তার (তারেক রহমান) বক্তব্য মিলে যাচ্ছে।’



মন্তব্য চালু নেই