তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে সরকারকে লিগ্যাল নোটিস

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য সরকারকে লিগ্যাল নোটিস দিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাইকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মশিউর মালেক।
মঙ্গলবার ওই আইনজীবী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে এ লিগ্যাল নোটিস পাঠান।
নোটিসে বলা হয়, ‘বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান তার লিখিত ‘জিয়াউর রহমান-ফার্স্ট প্রসিডেন্ট অব বাংলাদেশ’ বইয়ে মিথ্যা কাল্পনিক ও ভুল তথ্যাবলি উল্লেখ করেছেন। তিনি গত ২৯ সেপ্টেম্বর লন্ডনের ইয়র্ক হলে এক বক্তৃতায় বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, শেখ মুজিব বঙ্গবন্ধু নন, তিনি ছিলেন পাকবন্ধু, শেখ মুজিব ছিলেন পাকিস্তানের নাগরিক, তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রী ছিলেন না।’



মন্তব্য চালু নেই