তারেকাতঙ্কে অস্থির আওয়ামী লীগ

আওয়ামী লীগ এখন তারেক আতঙ্কে মারাত্মকভাবে অস্থির বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তাই সম্পৃক্ততা না থাকলেও পুনঃতদন্তের নামে ষড়যন্ত্র করে তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা-ভিত্তিহীন মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ’ শীর্ষক এক সমাবেশে তিনি এ অভিযোগ তোলেন। রফিকুল ইসলাম বলেন, ‘সংসদে বসে অসংসদীয়ভাবে এবং অকথ্য ভাষায় তারেক রহমানকে নিয়ে যে সমালোচনা হয় তা থেকে প্রমাণ হয়, তারেক রহমান সত্য ইতিহাস জাতির সামনে তুলে ধরেছেন।’ মামলাকে গলার মালা উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু কথা বললে চলবে না। এসব অপপ্রচারের বিরুদ্ধে ও গণতন্ত্র রক্ষার্থে দলবদ্ধভাবে আন্দোলন এবং জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’  এসময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলসহ সব কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায় বক্তারা। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক সামসুজ্জামান দুদু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সরাফত আলী সপু প্রমুখ।



মন্তব্য চালু নেই