তারানাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকির ঘটনায় জিডি

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ায় বৃহস্পতিবার সকালে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিমন্ত্রী তারানা হালিম প্রাণনাশের হুমকির ঘটনায় তার আইনজীবীকে পাঠিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ক্ষেত্রে বাসার সিসি ক্যামেরার ছবি দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বুধবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম ব্যবহার করে একটি উপহারের প্যাকেট একজন মোটরসাইকেলে এসে বাসার দারোয়ানকে দিয়ে যায়। তারানা হালিম তখন বাসার বাইরে ছিলেন। তিনি বাসায় ফিরে দারোয়ানের কাছ থেকে প্যাকেটটি পান। সেটা খুলে তিনি দেখতে পান, কাফনের কাপড়, ধুপ, গোলাপজল ও কাফনে ব্যবহার করার জিনিসপত্র। এ ছাড়া একটি চিরকুটে লেখা, ‘এবার তোমার পালা, মৃত্যুর জন্য প্রস্তুত হও’।

গত বছর ডিসেম্বরে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হওয়ার পর বিভিন্নভাবে হুমকি পেয়ে আসছিলেন তারানা হালিম।

হুমকির বিষয়ে তারানা হালিম বলেন, ‘এসব হুমকি-ধমকি দিয়ে লাভ নেই। আমি এতে ভয় পাই না। আমি ছাত্র অবস্থা থেকে রাজনীতি করে আসছি।’



মন্তব্য চালু নেই